বাংলাদেশে গত ২৮ ঘণ্টায় যতগুলো নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ৬৯৮ জন। যা এর আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ।
আগের দিন শনাক্তের সংখ্যা ছিল ৩৬৩। মৃত্যুর সংখ্যাও বেড়েছে ২৫ থেকে ৩২ জন।
যদিও গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যাও দ্বিগুণের মত বেড়েছে। ঈদের ছুটির কয়েকদিন নমুনা পরীক্ষার সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় কম ছিল।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৩৪৭টি। তার আগের দিন নমুনা পরীক্ষা হয় এর অর্ধেকের মত।