প্রভাত সংবাদ ডেস্ক : নায়িকা পরীমনির কথিত মা নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীকে আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর পান্থপথ থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ডিবির সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে রাজধানীর পান্থপথ থেকে তাকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ঢাকা মাহানগর গোয়েন্দা পুলিশর যুগ্ম কমিশনার (উত্তর) হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, পরীমনি ও রাজের মামলায় জিজ্ঞাসাবাদ করতে চয়নিকা চৌধুরীকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
চয়নিকা চৌধুরী বাংলাদেশের একজন আলোচিত পরিচালক। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে পরিচালনা শুরু করেন তিনি। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। ওই সিনেমার নায়িকা পরীমনি।
আ/স/ই/ফা