প্রভাত সংবাদ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদন শেষ হয়েছে। এতে আসনপ্রতি প্রতিযোগিতা করবে ৪০ জন।
আবেদনের শেষদিন রবিবার (৫ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তিন ইউনিটে মোট ১ হাজার ৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী।
পার্থ চক্রবর্তী বলেন, গতকাল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আমরা আবেদনের সুযোগ দিয়েছি। এরপরেও আমরা ফাইনালি একবার মোট আবেদন গণনা করব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড মো. আবু তাহের বলেন, সার্ভার জটিলতার কারণে আমরা গতকাল পর্যন্ত আবেদনের সময় বৃদ্ধি করেছিলাম। পাশাপাশি যারা দুইবার টাকা পেমেন্ট করেছে তাদের তালিকা তৈরি করেছি। আমরা সেটা ফেরত দিব।
গত মঙ্গলবার (৩০ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরি সভায় সার্ভার সমস্যা থাকার কারণে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ২৮ নভেম্বর থেকে আবেদন করতে পারেননি ভর্তিচ্ছুরা। পরে সমস্যা নিরসনে গত ২৯ নভেম্বর ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সঙ্গে এক জরুরি সভা করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। সভায় দ্রুতসময়ে কারিগরি ত্রুটি সমাধানের নির্দেশ দেন উপাচার্য।
ভো/কা