নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে সকাল ৯টায় মানববন্ধন শুরু করেন তরিকত ফেডারেশনের নেতাকর্মীরা।পরে সোয়া ৯টার দিকে মহাসড়ক অবরোধ করেন।
এ সময় সংগঠনটির অনেক কর্মীকে কাফনের কাপড় পড়ে মহাসড়কে শুয়ে পড়তে দেখা যায়। বেলা ১১টা পর্যন্ত চলে সড়ক অবরোধ।
সংগঠনটির নেতা-কর্মীদের অভিযোগ, কুমিল্লার লাকসামে অবস্থিত দোগাইয়া আশরাফিয়া ইসলামিয়া সুন্নীয়া সিনিয়র মাদ্রাসা মাঠটি দখলের চেষ্টা করছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম। মাঠের দখল ছেড়ে দেয়া না হলে সারা দেশে আন্দোলনের ডাক দিবেন তারা।
যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মোহাম্মদ আলী ফারুকি বলেন,দোগাইয়া আশরাফিয়া ইসলামিয়া সুন্নীয়া সিনিয়র মাদ্রাসার মাঠটি দখল করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি।
আমরা জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি দিব।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ আমাদের আশ্বস্ত করেছেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবশিস চৌধুরী বলেন, আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন, তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত পেলে সড়ক ছেড়ে দিবে তারা।
প্রভাত সংবাদ /নে হো