1. provatsangbad@gmail.com : প্রভাত সংবাদ : প্রভাত সংবাদ
  2. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লায় প্রবাসীর সম্পত্তি দখলের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হত্যার প্রতিবাদে কুমিল্লায় ইসলামী ছাত্রসেনার বিক্ষোভ কুমিল্লায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর অবহিতকরণ অনুষ্ঠানে মৃতের পরিবারের মাঝে দের কোটি টাকার চেক বিতরণ এবারের নির্বাচন আনন্দমূখর হবে – মোবাশ্বের আলম ভূইয়া ভ্রাতৃত্ব বন্ধনের প্রত্যয়ে দৈনিক আজকের জীবন পত্রিকার আয়োজনে ইফতার মাহফিল কুমিল্লা মহানগরীর শ্যুটার রাজিব গ্রেফতার মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত গোমতী নদীতে মাটি কাটার ব্যাপারে কোনো প্রকার ছাড় দেয়া হবে না- জেলা প্রশাসক কুমিল্লা সংযম সাধনার মাসে বাজারে ভোগান্তি কেন?

ভিক্টোরিয়ান্সের জয়ে কুমিল্লার পাড়া-মহল্লায় আনন্দ-উল্লাস

  • প্রকাশিত: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

নেকবর হোসেন, কুমিল্লা ।। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ফাইনালে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।ফরচুন বরিশালের সঙ্গে মাত্র এক রানের জয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে তারা। বিপিএলে নিজ জেলার ফ্র্যাঞ্চাইজির জয়ে বাঁধভাঙা উল্লাসে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কুমিল্লা। ম্যাচের শেষ বলের পরপরই শহরসহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে আনন্দ মিছিলে মেতে ওঠেন সমর্থকরা।


রাত পৌনে ১০টা থেকে নগরীর কান্দিরপাড়সহ বিভিন্ন মোড়ে মোড়ে খণ্ড খণ্ড আনন্দ মিছিলে নিয়ে বেরিয়ে পড়েন সব বয়সী সমর্থকেরা। এতে দীর্ঘ সময় নগরীতে যান চলাচলে বিঘ্ন ঘটে।
ব্যক্তি উদ্যোগে যুবকরা নগরীর বিভিন্ন স্থানে প্রজেক্টর লাগিয়ে ফাইনাল খেলা উপভোগ করেন। এছাড়া টং দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় আগ্রহ নিয়ে টিভি সেটের সামনে বসে খেলা দেখেছেন সমর্থকরা।
জয়ের আনন্দে মহানগরীর টমচম ব্রিজ, সালাউদ্দিন মোড়, কান্দিরপাড়, রানির বাজার, ভিক্টোরিয়া সরকারি কলেজ, রেইস কোর্স, পুলিশ লাইন, ফৌজদারি, রাজগঞ্জ ও চকবাজারসহ বিভিন্ন সড়কে ট্রাক, মোটরসাইকেল ও হেঁটে ব্যান্ড পার্টি নিয়ে নেচে-গেয়ে আনন্দ মিছিল করেন সব বয়সী মানুষ। মুহূর্তেই কুমিল্লা পরিণত হয় উৎসবের নগরীতে।


এ সময় কান্দিরপাড় এলাকায় কথা হয় ভিক্টোরিয়ান্সের সমর্থক শাহ-আলম মজুমদারের সঙ্গে। তিনি বলেন, খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা মিলে মোটরসাইকেল মিছিল নিয়ে বেরিয়ে যাই। ভিক্টোরিয়ান্সের জয়ে আমরা আনন্দিত ও গর্বিত। এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।
ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল মারুফ জানান, তিনি কলেজের নজরুল হলে পুরো খেলা দেখেছেন। খেলা কখনো বরিশালের দিকে, কখনো কুমিল্লার দিকে মোড় নেয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক ম্যানেজার ও কুমিল্লার বাসিন্দা বদরুল হুদা জেনু বলেন, কুমিল্লার টিম কম্বিনেশন (সমন্বয়) অসাধারণ ছিল। তারা জিতবে, টিম কম্বিনেশন দেখেই বুঝেছি। মন চাইছে তরুণদের সঙ্গে আনন্দ মিছিলে নেমে যায়। তবে বয়সের কারণে তা আর হচ্ছে না।
শুক্রবার বিকেলে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ফাইনালে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা ক্যাপ্টেন ইমরুল কায়েস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে খেলতে নেমে ৮ উইকেটে ১৫০ রানে থামে বরিশালের ইনিংস। মাত্র এক রানে জয় পায় কুমিল্লা।
প্রভাত সংবাদ /নে হো

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন