শিশির সমরাট, কুমিল্লা।। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। নগরীর ২৭টি ওয়ার্ডে ১০৩টি ভোট কেন্দ্রেের ৬২৮টি ভোট কক্ষসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হবে ৮৫০টি সিসিটিভি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইতিমধ্যে
সিসিটিভি স্থাপনে জন্য দরপত্র আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৮৫০টি সিসিটিভি স্থাপন ও মনিটরিং ব্যবস্থাপনার কথা বলা হয়েছে।
গত বুধবার থেকে দরপত্র জমা নেয়া শুরু হয়েছে। দরপত্র বিক্রির শেষ সময় আগামী ৩০মে। ৩১মে সকাল ১১টায় দরপত্র জমা দেয়ার শেষ সময়। একইদিন বেলা ১২টায় এটি খোলা (ওপেন) হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে দরপত্র সংগ্রহ এবং একই দপ্তরে তা জমা দিতে হবে। সিসিটিভি স্থাপনের যাবতীয় খরচ সরকারি কোষাগার থেকে মেটানো হবে বলে জানা গেছে।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সকল কেন্দ্র ও ভোট কক্ষে ভাড়ার ভিত্তিতে সিসিটিভি ক্যামেরা ও মনিটরিং সেন্টার স্থাপনের কথা বলা হয়েছে। এতে ৮৫০টি সিসিটিভি ও মনিটরিং সেন্টার স্থাপন করা হবে। প্রতিটি ভোট কক্ষে একটি করে এবং প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে একটি করে সিসিটিভি স্থাপন করা হবে। এর বাইরে নির্বাচনের ফলাফল প্রকাশের কেন্দ্রসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় আরও কিছু সিসিটিভি স্থাপন করা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।
#প্রভাত সংবাদ/