তাসীন তিহামী,তিতাস(কুমিল্লা)।। কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের আলো’ এর উদ্যোগে সিলেট জেলার বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
সোমবার (৩০ মে) সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় প্রায় দুইশত পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও ঔষধ বিতরণ করা হয়।
তারুণ্যের আলো সংগঠনের উপদেষ্টা কবি, কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খানের সার্বিক দিক নির্দেশনায় ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মো. বশির আহাম্মেদ, নির্বাহী পরিচালক মো. রাসেল হোসেন নয়ন, সুশীল সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রুহুল আমিন সরকার, সহ-সভাপতি মো. কামরুল হাসান, স্বেচ্ছাসেবক সুজন আহমেদ, মোস্তাফিজুর রহমান আকাশ, সাংবাদিক তাসীন তিহামী,সিলেটের স্থানীয় সমাজকর্মী মো. আশরাফুল, স্থানীয় মানবাধিকার কর্মী মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।