শিশির সমরাট ।। কুমিল্লা সিটি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা। নানান প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। পাশাপাশি করছেন নানান অভিযোগও।
এবারের নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থীসহ মোট ১৪৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে। সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন ভাবে চলছে তাদের প্রচারনা। কুমিল্লা মহানগরীর ২৭টি ওয়ার্ডের প্রতিটি অলিগলি এখন সরগরম। সাদাকালো পোষ্টারে ছেয়ে গেছে পুরো শহর। ভোটাররাও কষছেন নানা হিসাব নিকাশ। এবার তারা দেখে শুনেই পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। বিগত সময়ে করোনা মহামারিতে কারা এগিয়ে এসেছেন সে হিসাবও করছে ভোটাররা।
বুধবার সকাল ১১ টা থেকে নগরীর রেইসকোর্স ও স্টেশন রোডের ব্যবসায়িদের সাথে পথ সভা করে ভোট চেয়েছেন আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত। সিটি কর্পোরেশনকে দুর্নীতি মুক্ত করে ব্যবসায়িদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।
নগরীর কোটবাড়ি বিশ্বরোড এলাকায় গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ আনলে তিনি জানান, এখনো নির্বাচনের লেভেলপ্লেয়িং ফিল্ড কুমিল্লায় আছে।
এদিকে নগরীর স্টেশন রোড এলাকায় প্রচারণা চালানোকালে আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার জানান, ইভিএম কাস্টামাইজেশন দেখে তিনি কিছুটা সন্তুষ্ট। তবে ইভিএম মেশিনের ব্যালট বাটনের নিরাপত্তা দাবি করেন তিনি।
কুমিল্লা সিটিতে মেয়র পদে লড়ছেন ৫ প্রার্থী। আগামী ১৩ জুন রাত ৮ টায় কুমিল্লা সিটি নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হবে। ১৫ জুন ভোট গ্রহণ।
#প্রভাত সংবাদ /