1. provatsangbad@gmail.com : প্রভাত সংবাদ : প্রভাত সংবাদ
  2. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর অবহিতকরণ অনুষ্ঠানে মৃতের পরিবারের মাঝে দের কোটি টাকার চেক বিতরণ এবারের নির্বাচন আনন্দমূখর হবে – মোবাশ্বের আলম ভূইয়া ভ্রাতৃত্ব বন্ধনের প্রত্যয়ে দৈনিক আজকের জীবন পত্রিকার আয়োজনে ইফতার মাহফিল কুমিল্লা মহানগরীর শ্যুটার রাজিব গ্রেফতার মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত গোমতী নদীতে মাটি কাটার ব্যাপারে কোনো প্রকার ছাড় দেয়া হবে না- জেলা প্রশাসক কুমিল্লা সংযম সাধনার মাসে বাজারে ভোগান্তি কেন? দেশে গণতন্ত্র উত্তোরণে বড় বাধা মব জাস্টিস বন্ধ চায় ইসলামী ফ্রন্ট  কুমিল্লায় অবৈধ ইটভাটা অপসারনের দাবীতে প্রতিবাদ সমাবেশ

নারী সুরক্ষা যন্ত্র আবিস্কার ; হাতে ব্যান্ড পরলেই জব্দ ইভটিজার!

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৯৮ বার পড়া হয়েছে

প্রভাত সংবাদ ডেস্ক : মহিলা সুরক্ষায় হাজারও গলদ ভাবিয়ে তুলেছিল তাঁকে। সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছিল। আর তারপর অভিনব যন্ত্র বানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে নিলেন পূর্ব বর্ধমানের বরশুলের যুবক আবির ঘোষ। তাঁর তৈরি যন্ত্র ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২৩-এ বিজ্ঞান ক্ষেত্রে অভিনব উদ্ভাবনের জন্য স্বীকৃতি পেয়েছেন।

যন্ত্রের আবিষ্কারক বি টেকের ছাত্র আবির ঘোষ।
আবির দুর্গাপুর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে বি-টেকের প্রথম বর্ষের ছাত্র। ‘ইনোভেটিভ উইমেন সেফটি ব্যান্ড ডিভাইস – ডিজাইন বাই এ টিন’, এই বিভাগে সারা দেশের মধ্যে আবিরের তৈরি এই যন্ত্রটি বাছাই করে নেওয়া হয়েছে। কী এমন যন্ত্র এটি, যা মহিলাদের সুরক্ষায় কাজ দেবে? কী কাজেই বা লাগবে যন্ত্রটি? আবির জানিয়েছেন, এই যন্ত্রটি আপৎকালীন পরিস্থিতিতে মহিলাদের সুরক্ষায় সম্পূর্ণভাবে কার্যকরী হবে। সহজেই হাতে পরে নেওয়া যাবে। আপৎকালীন পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য ৯ টি বৈশিষ্ট্য রয়েছে এই যন্ত্রটিতে।

যন্ত্রটির মাধ্যমে বিপদের সময় নিকটজন ও স্থানীয় প্রশাসনের কাছে এসএমএসের মাধ্যমে সংকেতবার্তা পৌঁছে দেওয়া যাবে। পাশাপাশি, যন্ত্রটিতে রয়েছে প্রায় ২০০০ ভোল্টের ইলেকট্রিক শক দেওয়ার ক্ষমতা। যা বিপদের সময় আততায়ীকে ঠেকাতে কাজে লাগতে পারে। এছাড়া, যন্ত্রটিতে লেজার লাইট, ক্যামেরা, অটোমেটিক কলিংয়ের সুবিধা রয়েছে। যে কোনও পরিস্থিতিতে নির্দিষ্ট নম্বরে ফোন করা সম্ভব হবে। যন্ত্রটিতে থাকা জিপিএস সিস্টেমের মাধ্যমে বিপদগ্রস্ত মহিলার সঠিক অবস্থান সম্পর্কে জানা যাবে। বর্ধমানের ইঞ্জিনিয়ারিং ছাত্রের মহিলাদের সুরক্ষায় তৈরি এই অভিনব যন্ত্রটি ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।
আবির জানিয়েছেন, কয়েক বছর আগে দিল্লিতে এক মহিলার উপর নির্যাতনের খবর পড়েছিলেন তিনি। সেই থেকেই মহিলাদের সুরক্ষায় এই যন্ত্র বানানোর চিন্তা মাথায় আসে। তারপর থেকে অক্লান্ত চেষ্টায় যন্ত্রটি তৈরির কাজ শুরু করে সে। যন্ত্রটি তৈরি করতে গিয়ে ভুলত্রুটির জন্য বিকল হয়ে যাওয়ায় মাঝপথে কাজ থমকে যায়। এছাড়া, প্রথমদিকে সফটওয়্যারের কাজ জানা না থাকায় নানান অসুবিধার সম্মুখীন হতে হয় তাকে। শেষমেশ ২০২২ সালে যন্ত্রটি তৈরির কাজ শেষ হয়। তারপর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জন্য পাঠান আবির। সেখান থেকে মেল করে তাঁকে এই বিষয়ে জানানো হয়েছে। এই খবরে খুশি দুর্গাপুরের ছাত্র।
#স/প্র/দি/

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন