মো. রেজাউল করিম রাজু, নাঙ্গলকোট (কুমিল্লা) :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মহিন উদ্দিন মিয়াজীকে চেক জালিয়াতির মামলায় গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএ হামিদের ছেলে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চেক জালিয়াতির একটি মামলার গ্রেফতারী ফরোয়ানা নিয়ে আসামি মহিন উদ্দিন মিয়াজি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। উপ-পরিদর্শক ইয়ামিন সুমনের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পেরিয়া ইউপির জোড়পুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, চেক জালিয়াতির মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি মহিন উদ্দিন মিয়াজিকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
#প্রভাত সংবাদ /