শিশির সমরাট ।। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মহানগর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ চিহৃিত ছিনতাইকারী ও ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে।
পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে কুমিল্লা জেলা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, রোধ কল্পে পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে বুধবার(৬ জুলাই) রাতে জেলা গোয়েন্দা শাখা, (ডিবি) কোতোয়ালি মডেল থানাদিন নগরীর ধর্মপুর রেলগেট ম্যাক্স কোম্পানি গোডাউনের এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা কালে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় ৮টি বিভিন্ন আকৃতির ছুরি, রামদা সহ ৯ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ নাজমুল (২৪), মোঃ রিয়াদ (২০), মোঃ শুক্কুর মিয়া(২৪), মোঃ ইমন(২৫), মোঃ ইসমাইল হোসেন (২২), মোঃ রমজান হোসেন (২২), মোঃ শাওন হোসেন (২০), মোঃসাইমন(২১)।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ডাকাতরা আসন্ন ঈদ উপলক্ষে রাত্রিবেলায় বাস, ট্রেনে আসা যাত্রীদের মালামাল ও টাকা পয়সার লুট করার উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছিল।
গ্রেফতার কৃতদের বিরুদ্ধে আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন।
#প্রভাত সংবাদ/