শিশির সমরাট।। কুমিল্লার গোলাবাড়ি চেকপোস্ট এলাকায় ব্যাটালিয়ান (১০ বিজিবি) এর সদস্যরা অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যাবসায়ীসহ ২ জনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, পিএসসি এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয় বলে বিজিবি সূত্রে খবর।
আটককৃতরা হলেন, গোলাবাড়ির মৃত ছিদ্দিক ভূইয়ার ছেলে মোঃ জাকির হোসেন (৩৫) ও আলেখারচরের আব্দুর রাজ্জাকের মেয়ে মোছাঃ ফারজানা (২৮)।
আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট তারা ভারতীয় মাদক ব্যবসায়ীর কাছে থেকে সংগ্রহ করে মোঃ মামুন মিয়া (৩৫) নামের এক বাংলাদেশী মাদক ব্যবসায়ীর কাছে হস্তান্তর করতে চেয়েছিল। মাদক ব্যবসায়ী মোঃ মামুন মিয়া পদুয়া বাজার বিশ্বরোড এলাকার বাসিন্দা বলে তারা বিজিবি’র জিজ্ঞাসাবাদে জানায়।
আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
# প্রভাত সংবাদ /