মো. রেজাউল করিম রাজু, নাঙ্গলকোট (কুমিল্লা) :
কুমিল্লার নাঙ্গলকোটে জাল জাতীয় পরিচয়পত্র ও ভুয়া জম্মনিবন্ধন তৈরির দায়ে একটি দোকান ঘর বন্ধ করে দেয়া হয়েছে এবং ভুয়া সনদ তৈরির কাজে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করা হয়েছে, সে সাথে নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশ্রাফুল হক উপজেলার মক্রবপুর বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।
জানা যায়, মক্রবপুর বাজারে মজুমদার ষ্টুডিও এন্ড ষ্টেশনারী দোকানের পরিচালক নাছির উদ্দীন মজুমদার দীর্ঘদিন ধরে জাল পরিচয়পত্র ও ভুয়া জম্মনিবন্ধন তৈরির করে আসছে। নাছির এ উপজেলাসহ বিভিন্ন জেলার মানুষদের নিকট মোটা অঙ্কের টাকার বিনিময় এসব ভুয়া কাগজপত্র তৈরি করে দেন। ১৩-১৪ বছরের কিশোর কিশোরীদের বয়স বৃদ্ধি করে জম্মসনদ তৈরির কারণে বাল্যবিবাহসহ নানান ধরনের অপরাধমূলক ঘটনা ঘটছে রীতিমত।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল হক বলেন, ইউএনও মহদয়ের নির্দেশে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
#প্রভাত সংবাদ/