প্রভাত সংবাদ ডেস্ক : বাইসাইকেলে যাত্রী পরিবহন! কথাটি শুনে অবাক হলেও এমনটিই করছেন আব্দুল্লাহ আল মামুন। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে হলেও সাইকেল চালাচ্ছেন রাজধানীতে। এভাবে যাত্রী পরিবহন করেই জীবিকা নির্বাহ করছেন এক সময় রিকশা চালানো এ যুবক।
বাইসাইকেলে পরিশ্রম কম হওয়ায় এ পেশা বেছে নেন মামুন। শনিবার রাজধানীর নতুন বাজার এলাকায় দেখা মেলে বাইসাইকেলে যাত্রী পরিবহন করা এ মানুষটির।
মামুন বলেন, প্রায় এক সপ্তাহ ধরে এ পেশায় রয়েছি। আমি সাইকেল দিয়ে নতুন বাজার-গুলশান এলাকায় যাত্রী আনা-নেয়া করি। এতে কোনোদিন ৬০০-৭০০ টাকা আয় হয়। যাত্রী ভালো হলে ৮০০ টাকাও মেলে। তবে অফিসের সময় যাত্রী বেশি পাওয়া যায়। একজনের বেশি নেয়া যায় না। এভাবেই দিনে ছয়-সাত ঘণ্টা সাইকেল চালাই। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।
এমন ভাবনা সম্পর্কে তিনি বলেন, আগে রিকশা চালাতাম। রিকশা চালানো অনেক পরিশ্রমের। মোটরসাইকেল কিনতে অনেক খরচ হবে বলে বাইসাইকেল কিনে নেই। এতে বেশ ভালো আছি।
জ্বালানি তেলের দাম বাড়লেও কোনো চিন্তা নেই জানিয়ে মামুন বলেন, আমার সাইকেলে তেল লাগে না। রিল্যাক্সে যাই-আসি। তেলের দাম বাড়লেও আমাদের কিছু করার নেই।
#ডে/বা