প্রভাত সংবাদ ডেস্ক : মরিচ-শাক বা ধনেপাতা দিয়ে ঢাকা লজ্জাস্থান। এছাড়াও আরও নানা সবজি দিয়ে তৈরি পোশাক পরে ফ্যাশন শোতে অংশ নিয়েছেন লাস্যময়ী তরুণীরা। আজব এই ফ্যাশন শো নজর কেড়েছে নেটিজেনদের।
সম্প্রতি চীনের চিয়াংসি প্রদেশের চিইউয়ান জেলায় এই ফ্যাশন শোটি অনুষ্ঠিত হয়েছে। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সিআরআই এসব ছবি প্রকাশ করেছে।
ফ্যাশন শোর সব পোশাক শাকসবজি দিয়ে তৈরি করা হয়েছে। স্থানীয় মানুষ হার্ভেস্টের সময়ে খাদ্যশস্য ও শাকসবজি প্রদর্শন করে থাকে। প্রচুর ফলন উদযাপনের স্বীকৃতি হিসেবে এবারের ‘শাকসবজি ফ্যাশন শো’ এর আয়োজন করা হয়।
এমন ফ্যাশন শো নজর কেড়েছে নেটিজেনদের। ফ্যাশন শোয়ের সময় স্থানীয় গ্রামবাসী ও অনেক পর্যটক উপস্থিত ছিলেন। তারা এটি আনন্দের সঙ্গে উপভোগ করেন।
#ঢা/মে