প্রভাত সংবাদ ডেস্ক : বউয়ের ভয়ে আতঙ্কিত স্বামী এক মাস ধরে বসবাস করছেন তাল গাছের উপড়! সেখানেই পেতেছেন নিজের আপন সংসার। এমনকি আত্মরক্ষার জন্য সেই গাছের মধ্যেই জড়ো করেছেন ইট – পাটকেল!
ঘটনাটি গল্পের কোন কাহিনী মনে হলেও এটি একেবারেই বাস্তব ঘটনা। ভারতের উত্তরপ্রদেশের মাউ জেলার কোপাগঞ্জ এলাকার রামপ্রবেশ এখন তার কর্মকাণ্ডের জন্য অন্যতম চর্চিত ব্যক্তি। স্থানীয় সূত্রের খবর,১০০ ফুট উঁচু তালগাছে গত একমাস ধরে বসবাস করছেন তিনি।
গাছে বাসা বাঁধার সাথে সাথে রামপ্রবেশ নিজের আত্মরক্ষার জন্য জড়ো করেছেন ইট – পাটকেলও। গাছের দিকে এসে তাকে যদি কেউ কিছু বলতে যায় তাহলে তার উপর হামলা চালাচ্ছেন তিনি। দিনে মাঝেমধ্যে অবশ্য তিনি নেমে আসেন গাছ থেকে। ইট – পাটকেল কুড়িয়ে ফের চরে বসেন গাছে। কিন্তু বউ এমন কি করেছেন যার ভয়ে রামপ্রবেশ দিন যাপন করছেন এই তালগাছে?
রামপ্রবেশের বাবা বিষ্ণুরাম বলেছেন, বৌমা রোজ ছেলেকে মারধর করত। প্রায় প্রতিদিন তুমুল অশান্তি লেগে থাকত। এই ঘটনায় বিরক্ত বোধ করে ছেলে তালগাছে বসবাস শুরু করে। রামপ্রবেশের পরিবারের লোকজন গাছের নিচে দড়ি দিয়ে বেঁধে দেন খাবার ও জল। রামপ্রবেশ সেই খাবার ও জল উপরে তুলে নেন। রাতের দিকে মূলত মলত্যাগের জন্য নেমে আসেন গাছের নিচে।
রামপ্রবেশের এই আচরণে বেজায় ক্ষুব্ধ তার প্রতিবেশীরা। তাদের বক্তব্য, রাম প্রবেশ যে তালগাছটিতে বসে আছেন সেটি গ্রামের মাঝ বরাবর স্থানে অবস্থিত। এর ফলে সেই গাছের উপর দিয়ে গ্রামের অনেকেরই ব্যক্তিগত কার্যকলাপ দেখা যায়। গ্রামবাসীদের অভিযোগ এর ফলে তাদের ব্যক্তিগত জীবন ক্ষুন্ন হচ্ছে।
#বা/হা/নি