মোহাম্মদ শাহ্ আলম শফি
কুমিল্লার বাংলাদেশ সাইনিং সিতোরিউ কারাতে দল আন্তর্জাতিক কারাতে বিচারক ও প্রধান প্রশিক্ষক শিহান মোখলেছুর রহমান (আবু) ও টীম ম্যানেজার গাজী রিয়াজ মাহমুদ এর নেতৃত্বে ২৩ জনের প্রতিনিধি দল নিয়ে নেপালে আন্তজার্তিক কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ২৫ মে নেপালের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানে ঢাকা ত্যাগ করেন। উল্লেখ্য আগামী ২৬ ও ২৭ মে নেপালে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে ১ জুন ঢাকায় ফিরে আসবেন।
প্রধান প্রশিক্ষক শিহান আবু বলেন- বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় পূর্বেও কোরিয়া, চিন, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপালসহ বহুবার বিদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে।
কুমিল্লার বাংলাদেশ সাইনিং সিতোরিউ কারাতে দল আন্তর্জাতিক কারাতে বিচারক ও প্রধান প্রশিক্ষক শিহান মোখলেছুর রহমান (আবু) দেশবাসীর নিকট দোয়া প্রার্থী যেন পূর্বের মত এবারও জেলা ও দেশের সুনাম অর্জন করতে পারি এবং আল্লাহ পাক ভাল রাখেন। প্রতিযোগিতা শেষে ভালোভাবে দেশে ফিরে আসতে পারে তার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।