1. provatsangbad@gmail.com : প্রভাত সংবাদ : প্রভাত সংবাদ
  2. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তিতাসে বিজয় দিবস উপলক্ষ্যে আ’লীগের আলোচনা সভা অনুষ্ঠিত    কুমিল্লা পুলিশ সুপারের বাঙ্গরা বাজার থানা পরিদর্শন কুমিল্লা তিতাসে স্বর্ণ ব্যবসার আড়ালে মাদক কারবার, আটক-১ কুমিল্লায় বিলুপ্তির পথে খেজুর গাছ! কুমিল্লায় নির্বাচন- পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষে অনুসন্ধান কমিটি গঠিত বিএনপির ১৫ কেন্দ্রীয় নেতা ও সাবেক ৩০ এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন কুমিল্লা-৯ নির্বাচনী এলাকায় বিএনএম মনোনীত প্রার্থী মোঃ হাছান মিয়া কুমিল্লা মুরাদনগরে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার কুমিল্লা ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের অভাবনীয় সাফল্য কুমিল্লায় ১২৬ কেজি গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রেলওয়ের বিরুদ্ধে ক্ষতি পূরণ মামলা; আদলতের রায়ে গোটা ট্রেনের মালিক কৃষক!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে

প্রভাত সংবাদ ডেস্ক : ভারতীয় রেলওয়ে অধিগ্রহণ করেছিল জমি। ক্ষতিপূরণের দাবিতে আদালতে দারস্ত হয়েছিলেন বছর ৪৫ এর এক কৃষক। তবে তিনি হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি আদালত সেই রায় এমন কিছু দিতে পারে তাঁকে। যদিও ক্ষতিপূরণের সেই জিনিস বাড়ি নিয়ে যেতে পারলেন না লুধিয়ানার কৃষক সম্পূর্ণ সিং।

জমির ক্ষতিপূরণ বাবদ আদালতের নির্দেশে স্বর্ণ ‘শতাব্দী এক্সপ্রেস’ পেয়েছিলেন লুধিয়ানার কৃষক। এ রায় দিয়েছিলেন অতিরিক্ত দায়রা বিচারক যশপাল বর্মা। কৃষকের সমস্ত কথা শুনে বিচারক নির্দেশ দেন, ‘যে মুহূর্তে লুধিয়ানা স্টেশনে পৌঁছবে স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি তখনই তা দিয়ে দিতে হবে কৃষককে’।

তবে এখানেই শেষ নয়। বিচারক নির্দেশ দেন স্টেশন মাস্টারের ঘর দিয়েও দিয়ে দিতে হবে ঐ কৃষককে। ঘটনার সূত্রপাত ২০০৭ সালে। জানা যায়, সে সময় লুধিয়ানা চণ্ডীগড় রেলপথের জন্য জমি অধিকগ্রহণ করা হয়েছিল। ১ একর জমির জন্য দেওয়া হয় ২৫ লক্ষ টাকা। যদিও পরে তা বৃদ্ধি করে ৫০ লক্ষ টাকা করা হয়।

আর সেই মতোই ওই কৃষক সম্পূর্ণ সিং দাবিদার ছিলেন ১ কোটি ৪৭ লক্ষ টাকার। যদিও নর্দান রেলওয়ে তাকে মাত্র ৪২ লক্ষ টাকা দিয়েছিল আর এতেই ক্ষিপ্ত হয়ে আদালতের দ্বারস্থ হন কৃষক। ২০১৫ সালের জানুয়ারি মাসে কৃষককে বকেয়া ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। যদিও সেই টাকা না মেলায় পুনরায় আদালতে আবেদন জানান সম্পূর্ণ সিং।
এরপরেই আদালত নির্দেশ দেয় স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি দিতে হবে কৃষকে। আদালতের নির্দেশ মেনে নির্দিষ্ট সময় স্টেশনে পৌঁছে গিয়েছিলেন সম্পূর্ণ সিং। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী রাকেশ গান্ধী। স্টেশনে ট্রেন পৌঁছতেই আদালতের নির্দেশ ট্রেন চালকের হাতে তুলে দেন ওই কৃষক। আর তারপরেই সুপারদারি নিয়ে ট্রেনটি সম্পূর্ণের হাত থেকে নিয়ে নেন সেকশন ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার। অর্থাৎ মাত্র কিছুক্ষণের জন্যই ট্রেনের মালিক হয়েছিলেন তিনি।
#বা/নি/হা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন