মোহাম্মদ শাহাদাত আলম
কুমিল্লায় রোটারি ক্লাব অফ কুমিল্লা ভিক্টোরিয়া ক্লাবের নতুন রোটারি বর্ষের প্রথম মিটিং অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার রাতে নগরীর উইন্ড কনভেনশন সেন্টারে প্রথম মিটিং এ সভাপতিত্ব করেন রোটারিয়ান মোঃ রেহান উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি গভর্নর রোটারিয়ান মাহমুদ আলী, জি এস আর রোটারিয়ান আবদুর রহমান, ক্লাব অর্গানাইজার রোটারিয়ান আবু আজমল পাঠান, কুমিল্লা এরিয়া উপদেষ্টা প্রফেসর জামাল নাসের, রোটারিয়ান লুৎফুর বারী চৌধুরী হিরু, চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান তৌহিদুজ্জামান, কুমিল্লা সিটি ক্লাব সভাপতি রোটারিয়ান খলিলুর রহমান জনি, কুমিল্লা সানরাইজ সভাপতি রোটারিয়ান মাহাবুব মেহেদী, রোটারিয়ান আরিফুল ইসলাম, রোটারিয়ান রাসেল, রোটারিয়ান শাহ জাবেদুল হক, রোটারিয়ান সুলতানুল আরিফীন, রোটারিয়ান আবদুল্লাহীল বাকী, রোটারিয়ান আবদুল মতিন, রোটারিয়ান আবদুল্লাহ আল মাহমুদ, রোটারিয়ান সহিদ উদ্দিন মাহমুদ টিটু, রোটারিয়ান মাহফুজুর রহমান বাবুল, রোটারিয়ান কাজী জাকির হোসেন, রোটারিয়ান আতাউল মাসুদ রাজীবসহ আরো অনেকে।