প্রভাত সংবাদ প্রতিবেদক।। কুমিল্লায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা সনাক্ত করা হয়েছে ১০৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার রবিবার (২৩ জুলাই)সকাল ১২টায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২২ জুলাই সকাল থেকে ২৩ জুলাই সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ১০৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
২৩ জুলাই(রোরবার) এর হিসেব অনুয়ায়ী ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি আছে ১০৪ জন তার মধ্যে কুমিল্লা মেডিকল কলেজ ১১ জন,জেলারেল হাসপাতালে ২ জন, ইস্টার্ন মেডিকেল ১ জন,মেডিকেল সেন্টার ৩ জন, দাউদকান্দি ১০জন,হোমনা ৭ জন, লাকসাম ৭ জন,তিতাস ১ জন,বরুড়া ১ জন, মেঘনা ২ জন, সদর দক্ষিণ ১ জন, নাঙ্গলকোট ১জন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন,ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাই সচেতন থাকুন।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য আলাদা ইউনিট করা হয়েছে। তেমনি বহির্বিভাগে আলাদাভাবে ডেঙ্গুর প্রতিরোধে বা করণীয় বিষয়ে পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে। এখানে যারাই জ্বরে আক্রান্ত কিংবা ডেঙ্গু সন্দেহে থাকবেন তারা ওই পরামর্শ কেন্দ্রে কথা বলতে পারবেন।
#