1. provatsangbad@gmail.com : প্রভাত সংবাদ : প্রভাত সংবাদ
  2. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুগে যুগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুমিল্লা(দঃ)জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহব্বায়ক কমিটি গঠন; তাজুল ইসলাম আহবায়ক, জালাল সদস্য সচিব চৌদ্দগ্রাম হোসেনপুরে বন্যার পানিতে ভেসে গেছে কোটি টাকার মাছ; সর্বস্ব হারিয়ে দিশেহারা দুই ভাই কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি, চলছে ঘরে ওঠার প্রস্তুতি ব্রাহ্মণপাড়ায় বাড়ির উঠানে আসা বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু বুড়িচংয়ে বন্যার্তদের পাশে আলোকিত যুব উন্নয়ন সংস্থা কুমিল্লা জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন বুড়িচংয়ে বন্যা কবলিত দুই শতাধিক পরিবারের মাঝে জিকরুল্লাহ ইসলামীয়া যুব কমিটির ত্রাণ বিতরণ কুমিল্লার মনোহরগঞ্জে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা কুমিল্লায় অনুমতি ছাড়া ক্যাম্প ত্যাগ করায় চাকুরি হারালেন ৯৬ আনসার

কুমিল্লায় বিএনপির অনশন কর্মসূচি পালিত

  • প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

প্রভাত সংবাদ প্রতিবেদক।। কুমিল্লায় শনিবার (১৪ অক্টোবর) বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে অনশন কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন। এসয় তিনি বলেন, এই সরকার গত ১২ বছরেরও বেশি সময় ধরে জোর করে ক্ষমতায় আছে। মনে রাখবেন বাঘের জোরও ১২ বছরের বেশি থাকে না, এই সরকারের আর জোর নাই। একটু এদিক সেদিক হলেই তাদের আর খোঁজে পাওয়া যাবে না।

কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অনশন কর্মসূচি পালিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাজী ইয়াছিন বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে কারাগে আটকে রাখা হয়েছে। এখন তারা চিকিৎসারও সুযোগ দিচ্ছে না। এ সরকার মূলত খালেদা জিয়াকে ইহলোক থেকে বিদায় করার চেষ্টা করছে। এটা তাদের হিংসাত্মক মানসিকতার রূপ। বড় বড় অপরাধীরা, ক্যাসিনো সম্রাটরা বিদেশে গিয়ে চিকিৎসা করে আসে, কিন্তু খালেদা জিয়াকে চিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। উল্টো তারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রসিকতা করে। তাদের এই মানসিকতা দেখে ঘৃন্না লাগে, লজ্জা হয়। এসময় তিনি কিছুটা আবেগাপ্লত হয়ে বলেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, সঠিক জ্ঞান দান করো। আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে দাও।

এ অনশন কর্মসূচিকে জনগণের ভোটাধিকার আদায়ের আন্দোলন উল্লেখ করে ইয়াছিন বলেন, এখনো সময় আছে সরে দাঁড়ান। দেশের মানুষ আর আপনাদেরকে চায় না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। এরপর যদি জনগণের ভোটে ক্ষমতায় আসেন, আলহামদুলিল্লাহ। আর যদি জনগণ দৌড়ানি দেয়, তা-ও আলহামদুলিল্লাহ।

কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবুর সভাপতিত্বে অনশন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব আবদুল গফুর ভূইয়া, বিএনপি নেতা এডভোকেট আলী আক্কাস, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিুপু, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, সাবেক আহবায়ক শওকত আলী বকুল, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, মাহাবুব চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং ভিপি নজরুল ইসলাম।
#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন