প্রভাত সংবাদ প্রতিবেদক।। কুমিল্লা জেলার সফল শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন বুড়িচং উপজেলার আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি ও দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্টের বুড়িচং উপজেলা প্রতিনিধি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
জাতীয় যুব দিবস ২০২৩ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে কলামিস্ট ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরকে জেলার সফল শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে তার হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র তুলে দেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু.মুশফিকুর রহমান,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার মংনে থোয়াই মারমা, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি বদরুল হুদা জেনু ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সামসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, সফল আত্নকর্মী, উদ্যোক্তাসহ পাঁচ শতাধিক যুব সংগঠনের নেতৃবৃন্দ।
#