নেকবর হোসেন, কুমিল্লা।। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীপুর দক্ষিণ রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আড়াই হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর একটি টিম।
বুধবার (৮ নভেম্বর) রাতে রামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ বাগালপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মোঃ নুর ইসলাম (৪২) এবং একই উপজেলার টংগীর পাড় গ্রামের মৃত ছফি আলীর ছেলে মোঃ ফারুক হোসেন (২৬)।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও আটক মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে আটক আসামিদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
#