শিশির সমরাট ।। কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় শহরতলীর আলেখারচর কামারপাড়া ব্রীজের দক্ষিণ পাড় হতে ৫২ কেজি গাঁজাসহ সুজন মিয়া (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর (বুধবার) সকালে কোতয়ালী মডেল থানার এসআই (নিঃ)সৈয়দ ফারুক আহামদ ও সঙ্গীয় ফোর্স সহ কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ২নং দূর্গাপুর উত্তর ইউনিয়নের আলেখারচর সাকিনের কামারপাড়া ব্রীজের দক্ষিণ পাড়ে পাকা রাস্তার উপর থেকে ৫২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মিনি পিকআপ সহ মাদক ব্যবসায়ী সুজন মিয়া(৩১), পিতা-মৃত মোহাম্মদ বাছির আহম্মেদ, গ্রাম-বড় আটরা,৪নং ইউনিয়ন থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করেন।
উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৪২, তারিখ-১৫ নভেম্বর, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১;রুজু করা হয়। পরে শেষে আদালতের মাধ্যমে উক্ত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।
#