হালিম সৈকত, কুমিল্লা।। কুমিল্লার তিতাসে স্বর্ণ ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক কারবার করে আসছিলেন শাহজালাল নামে এক মাদককারবারী, অবশেষে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।
সোমবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টায় সাতানী ইউনিয়নের চরকুুমরিয়া বাজার থেকে ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ২৭ পিস ইয়াবাসহ আটক করা হয় শাহজালাল (৩৭) নামে এক মাদক কারবারিকে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল ৩ টায় তিতাস থানার এসআই মোঃ রফিকুল ইসলাম রাফি সঙ্গীয় অফিসার-ফোর্স সহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। শাহজালালের বাবার নাম মৃত আব্দুল মতিন, মাতার নাম সাজেদা বেগম।
গ্রেফতারকৃত শাহজালাল স্বর্ণের গহনা মেরামতের দোকানের আড়ালে মাদক ব্যবসা করছে মর্মে এলাকায় জনশ্রুতি রয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
#