হালিম সৈকত, কুমিল্লা।। একাডেমিয়া আইটি বিডির আয়োজনে আইসিটি জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টায় বাতাকান্দি বাজারের নাজমুল হাসান প্লাজায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তেজগাঁও শিল্পাঞ্চল থানা ঢাকার সদ্য সাবেক সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাজমুল হাসান।
বর্তমান বিশ্বের সাথে নিজেকে এগিয়ে রাখতে আইসিটি ও ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলতে একাডেমিয়া আইডি বিডি একটি স্বয়ংসম্পূর্ণ আইটি ইনস্টিটিউট। দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা বর্তমান বাস্তবসম্মত এবং যুগোপযোগী শিক্ষা প্রদান করাই আমাদের লক্ষ বলেলেন আইডি বিডির শিক্ষকসাগর হাসান।
অনুষ্ঠানে মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।তাদের মধ্যে ৭ জনকে পুরস্কার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, একাডেমিয়া আইটি বিডির পরিচালক মামুনুর রশিদ, মোঃ আলী শুভ, শাহজালাল, শিহাব, সোহেল ও মাঈনুদ্দিন প্রমূখ।
#