নেকবর হোসেন, কুমিল্লা।। কুমিল্লা নাঙ্গলকোটে ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় ও নাঙ্গলকোট উপজেলা প্রশাসন এর উদ্যোগে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অনুসারে নিন্মোক্ত ইটভাটার বিরুদ্ধে জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এসময় দায়েমছাতি মেসার্স চৌধুরী ব্রিকসকে, ৪ লক্ষ টাকা, দৌলখার মেসার্স এ কে (কালাম) ব্রিকস ম্যানুফ্যাকচারকে ৪ লক্ষ টাকা, মৌকরার মেসার্স আজিজ ব্রিকসকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ইটভাটায় ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভানো হয়, কাঁচা ইট ধ্বংস করা হয় ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানটি পরিচালনা করেন, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফুল এবং মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।
এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন নাঙ্গলকোট থানা পুলিশ ও লাকসাম উপজেলা ফায়ার সার্ভিস।
#