মোহাম্মদ শাহাদাত আলম অন্তর।। চট্টগ্রাম বিভাগে কুমিল্লা বরুড়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স শ্রেষ্ঠ স্থান অর্জন করায় বরুড়া উপজেলা ডিপ্লোমা এন্ড পল্লী চিকিৎসক এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেলকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়
শনিবার (১৬ মার্চ) বেলা ১ টার দিকে কুমিল্লা বরুড়া উপজেলা ডিপ্লোমা এন্ড পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি মো: সফিকুল ইসলামের ব্যবস্থাপনায় এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় সংগঠনের সহ-সভাপতি সোহরাব হোসেন সোহাগ ও দপ্তর সম্পাদক আসিষ দাস সুমন সহ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিভিন্ন সেবার মান সূচকে জেলার ১৬টি ও চট্টগ্রাম বিভাগের ৯২টি স্বাস্থ্য কমপ্লেক্সকে পিছনে ফেলে প্রথম হয়েছে বরুড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়াও সারাদেশে পঞ্চম হয়েছে হাসপাতালটি।
সোমবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) কতৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. নাছিমা আকতার।
#