শিশির সমরাট ।। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডবি) বিশেষ অভিযান পরিচালনা করে শতাধিক মোবাইল ফোনসহ এক যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত যুবক কুমিল্লা ব্রাহ্মণপাড়া রানীগাছ গ্রামের রুবেল মিয়ার ছেলে মোঃ পারভেজ মিয়া (৩০)।
মঙ্গলবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ২নং উত্তর দূর্গাপুর ইউপির শংকরপুর এলাকার আইএফআইসি ব্যাংকের সামনে পাকা রাস্তার বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি প্লাষ্টিকের বস্তাসহ এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। ঘটনাটি নজরে আসতেই ডিবি পুলিশ আসামিকে চিনতে পেরে বস্তাভর্তী মালামালসহ আটক করা হয়।
পরবর্তীতে উক্ত বস্তুা তল্লাশি করে ১০১ পিস নতুন-পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে – ৩৪ পিস বক্সসহ নতুন ভারতীয় reamle c55 মোবাইল ফোন, ২পিস বক্সসহ নতুন ভারতীয় redmi note মোবাইল ফোন, ১৫ পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত vivo বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ৫ পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত samsung বিভিন্ন মডেলের মোবাইল ফোন , ৬পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত REALME বিভিন্ন মডেলের মোবাইল ফোন , ১৭ পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত OPPO বিভিন্ন মডেলের মোবাইল ফোন , ৬ পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত POCO বিভিন্ন মডেলের মোবাইল ফোন , বক্সবিহীন পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন ১ পিস, ২ পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত TECNO বিভিন্ন মডেলের মোবাইল ফোন , ৭ পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত REDMI বিভিন্ন মডেলের মোবাইল ফোন , ১ পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত XIAOMI মোবাইল ফোন , ১ পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত IQOO মোবাইল ফোন, ২পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত ITEL বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ২ পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত MI মোবাইল ফোন।
উক্ত ঘটনায় কুমিল্লা বুড়িচং থানার মামলা নং-১৪ , তারিখ-০৩/০৪/২৪খ্রিঃ, ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১ (বি) তে মামলা রুজু শেষে গ্রেফতারকৃত পারভেজ মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
#