গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।বুড়িচং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৫ মে দুপুর ১২ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে সমন্বিত খামার স্থাপন ও সম্প্রচারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে। কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা সাহিদা আক্তার।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার কাজী মোঃ মজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ মাহাবুবুল আলম, সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির,নারী নেত্রী খোদেজা আক্তার ও মাহমুদা আক্তার।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) তৃতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের উপকারভোগী যুবদের “সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ২০ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন। তাদেরকে সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ে ব্যাপক ধারণা দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানায়।
#