1. provatsangbad@gmail.com : প্রভাত সংবাদ : প্রভাত সংবাদ
  2. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লায় নেতাকর্মী ও দলের দুঃসময়ের কান্ডারী হাজী ইয়াছিন কুমিলা মেঘনায় সোনালী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন নিয়ে উত্তেজনা, দ্রুত ম্যানেজারকে বদলীর দাবীতে মানব বন্ধন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মুজিযা, মিরাজ ও নামাজ কুমিল্লা দাউদকান্দিতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক কুমিল্লা দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত-৩ কুমিল্লা চৌদ্দগ্রামে নাশকতার মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়া ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আবু জাফরের ইন্তিকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ মহাশূন্যে ফেরেশতাদের জিকিরের ধ্বনি রেকর্ড করলো নাসা! র‌্যাব পরিচয়ে কুমিল্লার দুই প্রবাসীকে মারধর, মামলার ভয় দেখিয়ে ২১ লাখ টাকা লুট কুমিল্লায় বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুইটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় বিয়ের সপ্তাহ পেরুতেই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক, আহত স্ত্রী আইসিইউতে

  • প্রকাশিত: রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লায় নব বিবাহিত দম্পতির মেহেদি রং না শুকাতেই মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী আকতার হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় মারাত্মক আহত নববধূ সুবর্ণা আক্তারকে (১৯) নেওয়া হয়েছে আইসিইউতে।

শনিবার (৪ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আকতার হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিয়ারা গ্রামের কালু ড্রাইভারের ছেলে।

প্রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক জানান, তারা স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে চান্দিনার দিকে যাওয়ার পথে নিমসার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি বাস চাপা দিলে মারাত্মক আহতাবস্থায় তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আকতার হোসেনকে মৃত ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় নিহতের স্ত্রী সুবর্ণা আক্তারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করান।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার চান্দিয়ারা গ্রামের কালু ড্রাইভারের ছেলে আকতার হোসেন দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত থেকে ছুটিতে বাড়িতে এসে গত ২৭ এপ্রিল কুমিল্লার সদর উপজেলার শংকরপুর গ্রামে বিবাহ করেন। শুক্রবার (৩ মে) মোটরসাইকেল যোগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যান এবং শনিবার স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা জামাল হোসেন জানান, এক শনিবার বিয়ে করেছেন পরের শনিবার বাড়িতে এলো তার লাশ। এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা পরপর আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। পরে খোঁজ নিয়ে মরদেহ উদ্ধার করলেও পরিবারের দাবিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন