প্রভাত সংবাদ প্রতিবেদক।। কুমিল্লায় ঘূর্নিঝড় রেমালের প্রভাব মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে ৫৮৭ টি আশ্রয়ন কেন্দ্র, মজুদ রাখা আছে ৪৮০ মেট্রিক টন জি আর চাল।
কুমিল্লা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়া সাথে প্রবল বৃষ্টিপাত হবে। এই সময় বড় ডালপালা ভেঙ্গে পড়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড় শেষ হওয়ার পরবর্তী ১২ ঘন্টা পর্যন্ত ঝুকি থাকবে।
দূর্যোগ মোকাবেলায় ৫৮৭ টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে যেখানে ২ লাখ ৯ হাজার ৩৮৫ জনকে আশ্রয়ের ব্যবস্থা করা যাবে। এইছাড়া ৪৮০ মেট্রিক টন জি আর চাল মজুদ রাখা আছে। পর্যাপ্ত টিন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ রাখা হয়েছে।
এই বিষয়ে কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলায় কুমিল্লা সিভিল সার্জনের পক্ষ থেকে ২১১ টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। তার পাশাপাশি ঝড়ের সময় মহাসড়কসহ অন্যান্য জায়গায় যদি গাছ বা ডালপালা ভেঙ্গে রাস্তায় পড়ে থাকে তার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে। বিদ্যুৎ বিভাগও দুর্যোগ মোকাবেলায় নানান প্রস্তুতি নিয়ে রেখেছে। বিশেষ করে কুমিল্লা দাউদকান্দি হোমনা মেঘনা এই তিনটি উপজেলাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হতে পারে বলে ধারণা করে এই তিন উপজেলার দিকে নজরধারী বাড়ানো হয়েছে।
#