জেসমিন জুঁই।।আজ বিশিষ্ট সংগঠক, অভিনেতা ও সাংবাদিক মোহাম্মদ শাহ্ আলম শফির ৫৯তম জন্মদিন।
১৯৬৫ সালে আজকের এই দিনে কুমিল্লা শহরতলীর ডুমুরিয়া চাঁন্দপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি মরহুম মোহাম্মদ মজলিশ মিয়া ও মাতা মরহুমা আনোয়ারা বেগমের চতুর্থ সন্তান ।
তিনি ছাত্র জীবন থেকে বহু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। সে একজন নাট্য অভিনেতা ছিলেন। কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাঁর অভিনিত নাটকের সংখ্যা একশতের উপরে।
তিনি ২০০০ সাল থেকে সংবাদ পত্রের সাথে যুক্ত হয়ে এখন পর্যন্ত উক্ত পেশায় সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
তিনি শুরুতে দৈনিক আল মুজাদ্দেদ ও সীমান্ত সংবাদের মাধ্যমে কাজ শুরু করেন। শাহ্ আলম শফি কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও প্রচার সম্পাদকের দায়ীত্ব পালন করেন। তিনি ২০০৭ সালে কুমিল্লার গুনী সাংবাদিকদের নিয়ে প্রতিষ্ঠা করেন ‘কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়ন ‘ বর্তমানে তিনি জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ষ্টাফ রিপোর্টার ও কুমিল্লার বহুল পরিচিত ও জনপ্রিয় দৈনিক ময়নামতি পত্রিকায় প্রধান প্রতিবেদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। জম্মদিন উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।
তাঁর জন্মদিনে জনপ্রিয় নিউজ পোর্টাল’ ইবি নিউজ ৬৪ ডটকম’ ও ‘প্রভাত সংবাদ’ পরিবারের পক্ষ্য পক্ষ থেকে জম্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় শাহ আলম শফির সুস্থ সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
#