1. provatsangbad@gmail.com : প্রভাত সংবাদ : প্রভাত সংবাদ
  2. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুগে যুগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুমিল্লা(দঃ)জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহব্বায়ক কমিটি গঠন; তাজুল ইসলাম আহবায়ক, জালাল সদস্য সচিব চৌদ্দগ্রাম হোসেনপুরে বন্যার পানিতে ভেসে গেছে কোটি টাকার মাছ; সর্বস্ব হারিয়ে দিশেহারা দুই ভাই কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি, চলছে ঘরে ওঠার প্রস্তুতি ব্রাহ্মণপাড়ায় বাড়ির উঠানে আসা বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু বুড়িচংয়ে বন্যার্তদের পাশে আলোকিত যুব উন্নয়ন সংস্থা কুমিল্লা জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন বুড়িচংয়ে বন্যা কবলিত দুই শতাধিক পরিবারের মাঝে জিকরুল্লাহ ইসলামীয়া যুব কমিটির ত্রাণ বিতরণ কুমিল্লার মনোহরগঞ্জে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা কুমিল্লায় অনুমতি ছাড়া ক্যাম্প ত্যাগ করায় চাকুরি হারালেন ৯৬ আনসার

দুর্ভিক্ষ , বিপর্যয় কেন আসে?

  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।। মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া সাল্লাম, ৫টি ভয়ানক কাজ বা কর্ম থেকে উম্মতে মোহাম্মদীকে রক্ষায় মহান আল্লাহ তায়ালার দরবারে ফরিয়াদ করেছেন। সে ৫টি কাজ বা কর্ম হলো— ১. নির্লজ্জতা শুরু করলে প্লেগসহ এমন রোগ দেখা দিবে যা কখনও পূর্বপুরুষগণ দেখেনি। ২. ওজন কম দিতে শুরু করলে দুর্ভিক্ষসহ অত্যাচারী শাসকের শোষণ দেখা দিবে। ৩. জাকাত বন্ধ করা শুরু করলে রহমতের বৃষ্টি হতে বঞ্চিত হবে। যা পশু পাখি না থাকলে একফোঁটাও বর্ষিত হতো না। ৪. ওয়াদা ভঙ্গ করা শুরু করলে বিভিন্ন দুশমন তাদের ওপর জয়যুক্ত হয়ে ধন-সম্পদ আত্মসাৎ করে নিবে। ৫. জিনাকে জায়েজ কাজের ন্যায় প্রকাশ্যে এবং শরাব পান ও গান-বাদ্য শুরু করলে আল্লাহপাক অসন্তুষ্ট হয়ে ভূমিকম্প শুরু করার আদেশ দেন। (ইবনে মাজাহ)

বিপর্যয়ের কারণ উল্লেখপূর্বক মহানবী (সা.) আরো কিছু বিষয় আমাদের অবহিত করে গেছেন। হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, আল্লাহর নবী (সা.) বলেন, যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তার খিয়ানত করা হবে (অর্থাৎ যার সম্পদ সে আর ফেরত পাবে না), জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে, ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে, একজন পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে কিন্তু তার মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে, বন্ধুকে কাছে টেনে নিবে আর পিতাকে দূরে সরিয়ে দিবে, মসজিদে উচ্চৈঃস্বরে শোরগোল (কথাবার্তা) হবে, জাতির সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক রূপে আবির্ভূত হবে, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি জনগণের নেতা হবে, একজন মানুষ যে খারাপ কাজ করে খ্যাতি অর্জন করবে তাকে তার খারাপ কাজের ভয়ে সম্মান প্রদর্শন করা হবে, বাদ্যযন্ত্র এবং নারীশিল্পীর ব্যাপক প্রচলন হয়ে যাবে, মদ পান করা হবে (বিভিন্ন নামে মদ ছড়িয়ে পড়বে), শেষ বংশের লোকজন তাদের পূর্ববর্তী মানুষগুলোকে অভিশাপ দেবে, এমন সময় আসবে যখন তীব্র বাতাস প্রবাহিত হবে তখন একটি ভূমিকম্প সেই ভূমিকে তলিয়ে দিবে (ধ্বংসস্তূপে পরিণত হবে বা পৃথিবীর অভ্যন্তরে ঢুকে যাবে)।’ (সহিহ তিরমিজি)। সুদের ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে , পাপকে কিছুই মনে করা হচ্ছে না। বাহ্যিকভাবে দেখা যায় সুদ গ্রহীতারা সম্পদের পাহাড় জমাচ্ছে। কিন্তু সে সম্পদ কিছুতেই তাকে সুখ দিতে পারছে না। অপরদিকে গ্রহীতারা সুদের চাপে পিষ্ট হয়ে শেষ পর্যন্ত ভিটে-মাটিহীন হয়ে পরছে। তাই বান্দাকে সতর্ক করে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘আল্লাহপাক সুদের মাল নিশ্চিহ্ন করে দেন।’ (সুরা বাকারা : ২৮৬)

কারো মনে হতে পারে যে, সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। আসলে পার্থিব জীবনেই সুদের সম্পদকে আল্লাহ তায়ালা নিশ্চিহ্ন করে দেন। যেমন- সম্পদ চুরি হয়ে যাওয়া, অযথা খরচ বেশি হওয়া ইত্যাদি। সম্পদ নিশ্চিহ্ন হওয়ার আরেকটি দিক হলো— সুদখোর তার উপার্জিত সম্পদ থেকে উপকৃত হতে পারে না। যার কারণে সুদের পরিণামে দেশে নেমে আসে দুর্ভিক্ষ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) রসুলুল্লাহ (সা.) থেকে বর্ণনা করেন, যে সম্প্রদায়ের মাঝে সুদের প্রচলন বৃদ্ধি পায় তারা দুর্ভিক্ষের কবলে পতিত হয়। (মুসনাদে আহমাদ)

ওয়াদা রক্ষা করা প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য। কিন্তু তা না করে অহরহ ভঙ্গ করা হচ্ছে ওয়াদা। যে কারণে ক্ষতি হচ্ছে অপরপক্ষের। তাই আল্লাহর হাবিব (সা.) ইরশাদ করেন, হযরত আলী (রা.) থেকে বর্ণিত। রসুল (সা.) বলেছেন, ‘ধ্বংস তার জন্য! ধ্বংস তার জন্য! ধ্বংস তার জন্য! যে ওয়াদা করল অতঃপর তা রক্ষা করল না।’ (মুজামুল আওসাত, তারিখে দিমাশক)।

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, ধর্ম ও সমাজ সচেতন লেখক, ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপক ও চেয়ারম্যান -গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লা।
#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন