নেকবর হোসেন, কুমিল্লা ।। কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেল স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী গোধূলি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) দুপুরে গুণবতী রেল স্টেশন এলাকার সামান্য কিছু দূরবর্তী স্থান দিয়ে রেল লাইন পার হওয়ার সময় এ দূর্ঘটায় তার মৃত্যু হয়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার বলেন, ‘আজ দুপুরে গুণবতী রেল স্টেশনের আউটারে রেললাইন পাড় হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন এক নারী। এ রিপোর্ট লিখা পর্যন্ত মারা যাওয়া নারীর পরিচয় শনাক্ত করা যায় নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
#