1. provatsangbad@gmail.com : প্রভাত সংবাদ : প্রভাত সংবাদ
  2. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লা বুড়িচংয়ে হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত বাংলার কৃষক শ্রমিক জনতা কুমিল্লা গোমতী নদীর পুরো চর জুড়ে সবুজের সমারোহ।। সবজি চাষ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের রক্তস্বল্পতা দূর করতে পারে যেসব খাবার টিপু সুলতান ছিলেন একজন ধর্মনিরপেক্ষ শাসক আধুনিক অপটিকাল সিস্টেম, আলো পথ দেখাচ্ছে ঝিনুক চীনা নরম খোলসধারী কচ্ছপের চাষ, প্রজনন ও চাষ ব্যবস্থাপনা পদ্ধতি ইসলামী ফ্রন্টের বিবৃতি।। ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ কুমিল্লা বুড়িচংয়ে মাদকমুক্ত ও সুশিক্ষিত সমাজ গড়ার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মেডিকেল শিক্ষা : জ্ঞান, দক্ষতা ও মনোভাব

কুমিল্লায় অর্থ আত্মসাতের অভিযোগে প্রকল্প সমন্বয়কারীর ৫ বছরের কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

প্রভাত সংবাদ প্রতিবেদক।। কুমিল্লা মেঘনা উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী সাইফুল ইসলামকে অর্থ আত্মসাতের অভিযোগে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
৩২ লাখ ১৬ হাজার ৮শ টাকার প্রতারণা ও আত্মসাতের অভিযোগে আদালত এ দণ্ড প্রদান করেন।
রোববার (১৪ জুলাই) কুমিল্লা আদালতের বিশেষ জজ বেগম সামছুন্নাহার এ রায় দেন। সাইফুল ইসলাম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন বিচারক।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম  কুমিল্লার মেঘনা উপজেলার লক্ষণ খোলাম এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। বর্তমানে তিনি চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়ে পলাতক রয়েছেন।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি এডভোকেট আশিকুর রহমান ও দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক।

দুদক সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম মেঘনা উপজেলার ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সমন্বয়ক ছিলেন। এসময় ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের মে মাস পর্যন্ত ৩২ লাখ ১৬ হাজার ৮ শত টাকার প্রতারণা ও আত্মসাত করেন বলে অডিটে উঠে আসে।
এবিষয়ে মেঘনা উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী মোখলেসুর রহমান দুর্নীতি দমন আইনে বাদি হয়ে মেঘনা থানায় একটি মামলা দায়ের করেন। পরে দুদক প্রধান কার্যালয়ের বর্তমান উপপরিচালক মোহা. নুরুল হুদা তদন্ত শুরু করেন। তদন্তে এর সত্যতা মিলে।

আদালত সাইফুল ইসলামকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ৩০ লাখ ৬০হাজার ৮শত ৫১ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ডের টাকা আগামী ৬০ দিনের মধ্যে রাষ্ট্রের অনুকূলে জমা দেয়ারও নির্দেশ দেন আদালত।
#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন