মো. রেজাউল করিম রাজু, নাঙ্গলকোট (কুমিল্লা) ।। কুমিল্লার নাঙ্গলকোটে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ড্রাগ লাইসেন্স না থাকার দায়ে আট ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার পৌর বাজার এলাকায় এ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান।
জানা যায়, পৌর বাজারের ফার্মেসী গুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ড্রাগ লাইসেন্স, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, কর্মচারীর লাইসেন্স এবং ওষুধ ক্রয়ের ভাউচার না থাকার দায়ে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানের খবর পেয়ে কিছু ফার্মেসি বন্ধ করে পালিয়ে যান মালিকরা
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ফার্মেসি গুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যাওয়াসহ নানা অনিয়মে জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
#