নেকবর হোসেন, কুমিল্লা ।। কুমিল্লা দাউদকান্দি ও তিতাস থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলাবারুদ উদ্ধার করে জব্দ করেছে আনসার সদস্যরা। অপরদিকে লুট হওয়া বাকী অস্ত্র জমাদিতে সময় বেধে দিয়ে ‘ সর্বশেষ ঘোষণা ‘ দিয়েছে সেনাবাহিনী।
জব্দ করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, তিতাস থানা থেকে লুট হওয়া একটি এলএমজি, একটি শটগান, একটি ৭.৬২ মিলি মিটার রাইফেল। ৫ রাউন্ড রাইফেলের গুলি, একটি শটগানের কার্তুজ। এ ছাড়া দাউদকান্দি থানা থেকে লুট হওয়া ৩টি রাইফেল (১টি রাইফেলের বাট নেই), ২ টি শটগান ও একটি হ্যান্ড কাফ।
কুমিল্লা জেলা আনসার ভিডিপি অফিস সূত্রে জানা যায়, দাউদকান্দি ও তিতাস থানা এলাকা থেকে এসব বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা রেঞ্জ পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিতাস ও দাউদকান্দি থানা এলাকায় আনসার ভিডিপি কর্মকর্তা ও সদস্যদের সহায়তায় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। অস্ত্র ও গোলাবারুদ বর্তমানে আনসার ভিডিপি কার্যালয় কুমিল্লার হেফাজতে আছে। যা পরবর্তীতে পুলিশ লাইন কুমিল্লায় জমা করা হবে।
তিনি আরও জানান, অস্ত্র উদ্ধারে নির্দেশনা দিচ্ছেন উপপরিচালক রাশেদুজ্জামান, সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল রানা সরকার, সার্কেল অ্যাডজুটান্ট মনিরুল ইসলাম ও সার্কেল অ্যাডজুট্যান্ট তানজির আজাদ।
আনসার ভিডিপি কুমিল্লার উপপরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, ‘আমরা সবাইকে স্বেচ্ছায় অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি। এসব অস্ত্র দেশের নিরাপত্তার কাজে লাগে। কারো কাছে অস্ত্র থাকলে তিনি স্বেচ্ছায় জমা দিয়ে যেতে পারেন, কিংবা কারো কাছে কোনো তথ্য থাকলে সে বিষয়ে আমাদেরকে জানাতে পারেন। আমরা স্ব স্ব থানার অস্ত্র সংগ্রহ করে জমা দিয়ে দিব।’
এদিকে শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে ‘সর্বশেষ ঘোষণা’ শিরোনামে একটি নোটিশ জারি করা হয়। এতে বলা হয়, সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বশেষ বার্তা দেওয়া হচ্ছে যে, কুমিল্লার অভ্যন্তরে পুলিশ লাইন, থানা এবং ট্রাফিক অফিস থেকে লুটকৃত বিভিন্ন আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার শেষ সময় শুক্রবার ০৯ আগস্ট, সন্ধ্যা ৬ টা (স্থানঃ নিকটবর্তী যে কোন থানা অথবা নিকটবর্তী অস্থায়ী সেনা ক্যাম্প, কুমিল্লা)। আরও বলা যাচ্ছে যে, গোয়েন্দা তথ্য অনুযায়ী শহরের কিছু এলাকায় এখনো অস্ত্র নিয়ে দূর্বৃত্তদের ঘোরাফেরা ও নাগরিকদের উপর বলপ্রয়োগ করার খবর পাওয়া গেছে। সতর্ক করে দিয়ে শেষবারে মত বলা হচ্ছে, উপরে বর্ণিত সময়ের মধ্যে স্বেচ্ছায় অস্ত্র জমা না দিলে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনে ব্যবস্থা নেয়া হবে। স্বেচ্ছায় অস্ত্র জমাদানকারীকে সাধারণ ক্ষমা করা হবে। অস্ত্র লুটে জড়িত কিন্তু সেগুলো জমা দেননি এসব ব্যক্তির নাম-ছবি, পরিচয় নিম্নোক্ত নাম্বারে (WhatsApp) এ পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ০১৩৩৪-৬১৬১৫৯, ০১৩৩৪-৬১৬১৬০
(কুমিল্লা আর্মি ক্যাম্প)।
#