শিশির সমরাট।। কুমিল্লায় সেনাবাহিনীর হাতে আটক হয়েছে ডাকাত দলের এক সক্রিয় সদস্য । শুক্রবার (৯ আগষ্ট) রাত তিনটায় আদর্শ সদর উপজেলার শাসনগাছা রেল ক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, শাসনগাছা এলাকায় টহলকৃত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর রিফায়েত ও ল্যাফটেন্যান্ট জিহাদ।
তারা বলেন, শুক্রবার রাত ৩ টায় শাসন গাছা রেল ক্রসিং এলাকা থেকে ডাকাত চক্রের একজন সক্রিয় সদস্যকে আটক করা হয়। ডাকাত দলটি কুমিল্লা শহরের তালপুকুর এলাকায় ডাকাতি কার্যক্রম করতে গিয়েছিল। পরবর্তীতে, ঘটনাস্থলে সেনাবাহিনীর টহল দল পরিস্থিতি সামাল দেয় এবং পরিস্থিতির উন্নতি ঘটে। সে সাথে আটক করা এই ডাকাত সদস্যকে।
#