শিশির সমরাট ।। কুমিল্লায় সিএনজি চালিত অটো রিকশা থেকে ৪০ কেজি গাঁজা এবং ৩৯৫ বোতল ফেন্সিডিল’সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, শুক্রবার দুপুরে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আব্দুল্লাপুর দক্ষিণ পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোঃ সাকিবুল ইসলাম (২২) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত থাকা মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১টি সিএনজিসহ ৪০ কেজি গাঁজা ও ৩৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ সাকিবুল ইসলাম (২২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাঠালিয়া গ্রামের আব্দুল মোমেন এর ছেলে।
আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে সিএনজি যোগে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
#