গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।। কুমিল্লা গোমতী নদীর পাড় ভেঙে বন্যার পানিতে তলিয়ে গেছে বুড়িচং উপজেলার বেশির ভাগ অঞ্চল। কুমিল্লার বুড়িচংয়ে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত লিঁয়াজো কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় পানিবন্দি এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করেন আহলে সুন্নাত ওয়াল জামাত লিঁয়াজো কমিটির সমন্বয়ক আ ন ম মাসউদ হোসাইন আল কাদরী, পীরে তরিকত সাইয়্যেদ মো’তাসিম বিল্লাহ রাব্বানী,পীরে তরিকত ইউনুস গাফ্ফারী বখশী, মাওঃ মোঃ রফিকুল ইসলাম আনসারী,সদস্য মাওঃ মোঃ আব্দুল মতিন, মাওঃ ছাদেকুর রহমান নক্সবন্দী মোজাদ্দেদী। উপস্থিত ছিলেন, স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার নেতৃবৃন্দ। সহযোগিতা করেন, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মাওঃ গোলাম হাসান।
আহলে সুন্নাত নেতৃবৃন্দ জানায়, কুমিল্লায় পানিবন্দি মানুষের কষ্ট লাঘবে দলটির ৩ টি টিম ত্রাণ নিয়ে এসেছেন। দলটির পক্ষ থেকে পানিবন্দি মানুষের জন্য শুকনো খাবার, ডাল, চিনি ,পানি,আলু, পেঁয়াজ,মুড়ি বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বানভাসি মানুষের জন্য ত্রাণ দেওয়ার পাশাপাশি বাড়িঘর নির্মাণে সহযোগিতা করা হবে দলটির পক্ষ থেকে জানানো হয়।
#