নেকবর হোসেন, কুমিল্লা।। কুমিল্লায় বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এসময় আইজিপির গাড়ীবহর আটকে রাখে শিক্ষার্থীরা।
রোববার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা জিলা স্কুল মাঠে এ ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থী এবং পুলিশের মাঝে হট্টগোলের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ভারতীয় পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে বুড়িচং, চৌদ্দগ্রাম উপজেলাসহ অন্তত ৫টি উপজেলা প্লাবিত হয়ে গেছে। পুলিশের এই কর্মকর্তা সেসব এলাকায় ত্রাণ বিতরণ না করে কুমিল্লা নগরীতে জিলা স্কুল মাঠে লোক দেখানো খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
তারা আরো অভিযোগ করেন, কয়েকদিন ধরে শিক্ষার্থীরা কুমিল্লা জিলা স্কুলকে আশ্রয়কেন্দ্র স্থাপন করে সেখানে উদ্ধার করে আনা বানভাসিদের খাদ্য সামগ্রী দিচ্ছেন। পুলিশের এই অনুষ্ঠান কেন জিলা স্কুল মাঠে করা হলো!
শিক্ষার্থীদের এমন তোপের মুখে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান আইজিপি। বিকেল ৫টায় কুমিল্লা সার্কিট হাউজ থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ময়নুল ইসলাম বলেন, এমন সংকটে অনেক কিছুই তাৎক্ষণিক করতে হয়। আমাদের সমন্বয়ের অভাব ছিল। এখানে পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে।
#