1. provatsangbad@gmail.com : প্রভাত সংবাদ : প্রভাত সংবাদ
  2. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুগে যুগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুমিল্লা(দঃ)জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহব্বায়ক কমিটি গঠন; তাজুল ইসলাম আহবায়ক, জালাল সদস্য সচিব চৌদ্দগ্রাম হোসেনপুরে বন্যার পানিতে ভেসে গেছে কোটি টাকার মাছ; সর্বস্ব হারিয়ে দিশেহারা দুই ভাই কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি, চলছে ঘরে ওঠার প্রস্তুতি ব্রাহ্মণপাড়ায় বাড়ির উঠানে আসা বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু বুড়িচংয়ে বন্যার্তদের পাশে আলোকিত যুব উন্নয়ন সংস্থা কুমিল্লা জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন বুড়িচংয়ে বন্যা কবলিত দুই শতাধিক পরিবারের মাঝে জিকরুল্লাহ ইসলামীয়া যুব কমিটির ত্রাণ বিতরণ কুমিল্লার মনোহরগঞ্জে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা কুমিল্লায় অনুমতি ছাড়া ক্যাম্প ত্যাগ করায় চাকুরি হারালেন ৯৬ আনসার

বুড়িচংয়ে বন্যার্তদের পাশে আলোকিত যুব উন্নয়ন সংস্থা

  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৪৪ বার পড়া হয়েছে

বুড়িচং প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে গোমতী নদীর পাড় ভেঙে ভয়াবহ বন্যায় আক্রান্ত বুড়িচং উপজেলার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। তারি ধারাবাহিকতায় শুরু থেকে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে আলোকিত যুব উন্নয়ন সংস্থা ।

২৮ আগষ্ট, বুধবার সকালে উপজেলার পালট্টি রাজাপুর থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে আলোকিত যুব উন্নয়ন সংস্থা। এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা: সেলিনা আক্তার, মোঃ জুনাইদ ইসলাম আসিফ, মোঃ আলাউদ্দিন, আলী আকবর, জেসমিন আক্তার সহ আরো অনেকে। সংগঠনের পক্ষ থেকে ঐদিন পালট্টি রাজাপুর, ছয়গ্রাম, শংকুচাইল, পাচোড়া, চড়ানল ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, বিশুদ্ধ পানি, স্যানিটারি ন্যাপকিন(জয়া), ঔষধ, খেজুর, মুড়ি, মোমবাতি,গ্যাস লাইট, বিস্কুট। এদিকে দুপুরে ফকির বাজার থেকে জিকরুল্লাহ ইসলামীয়া কমিটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। পূর্বের ন্যায় উদ্ধার কাজ, ত্রাণ সহায়তা ও চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, বন্যার্তদের সহযোগিতায় বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে মেডিকেল টিমের কার্যক্রম অব্যাহত রয়েছে। গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। তবে, পানি কমলেও বন্যাকবলিত এলাকাগুলো দুর্ভোগে দিন কাটাচ্ছে। সরকারিভাবে আশ্রয়কেন্দ্র চালু করা হলেও অধিকাংশ মানুষ পানিবন্দি অবস্থায় নিজ বাড়িতেই অবস্থান করছেন। পানিবন্দি মানুষের মধ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপশি আলোকিত যুব উন্নয়ন সংস্থা গত ২২ আগষ্ট থেকে তাদের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। গতকাল পর্যাপ্ত বন্যার্ত শত শত পরিবারকে উক্ত সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। বেশ কিছু ব্যক্তি ও পরিবারকে উদ্ধার কাজেও অংশ নিয়েছেন তারা।
#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন