নেকবর হোসেন, কুমিল্লা।।কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে ডুবে ওমর নামে দেড় বছরের এক শিশু মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শিদলাই গ্রামে এ ঘটে। শিশুটি ওই গ্রামের মো. মোর্শেদ আলমের ছেলে।
মোর্শেদ আলম বলেন, ‘ওমর ঘরের ভেতর খাটের ওপর বসেছিল। সে একটু-আধটু হাঁটা শিখেছিল। পরিবারের সদস্যদের অগোচরে ওমর বাড়ির উঠানে উঠে আসা বন্যার পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
#