নেকবর হোসেন, কুমিল্লা।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় দায়েরকৃত উষ্কানিদাতার মামলার আসামি পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাসমত উল্লাহ হাসু কে গ্রেফতার করেছে যৌথবাহিনি।
রবিবার কুমিল্লা নগরীর বাগিচাগাঁও ফায়ারসার্ভিসের নিকটবর্তী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
হাসমত উল্লাহ হাসু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকে নির্বাচন করে জয় লাভ করেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় তিনি উস্কানিদাতা ছিলেন। সেই মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং আইনানুগ সকল প্রক্রিয়া শেষ করে আদালতে সোপর্দ করা হবে।
#