1. provatsangbad@gmail.com : প্রভাত সংবাদ : প্রভাত সংবাদ
  2. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লা বুড়িচংয়ে মাদকমুক্ত ও সুশিক্ষিত সমাজ গড়ার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মেডিকেল শিক্ষা : জ্ঞান, দক্ষতা ও মনোভাব কুমিল্লায় ফেন্সিডিলসহ ভারতীয় নাগরিক আটক কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত-৭ কুমিল্লা টাউনহলের এডহকসহ ২টি উপ কমিটি ঘোষণা আসুন শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াই কুমিল্লা বুড়িচং ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী ও শিক্ষক বিদায় সংবর্ধনা কুমিল্লা মনোহরগঞ্জের মৈশাতুয়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হাসিনাবিরোধী আন্দোলনে যাঁরা ছিলেন সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠিত হবে : বরকত উল্লাহ বুলু কুমিল্লা দাউদকান্দিতে স্লোগান দিতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

কুমিল্লা মনোহরগঞ্জের মৈশাতুয়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩৪ বার পড়া হয়েছে

নেকবর হোসেন, কুমিল্লা।। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে শনিবার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে শনিবার সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কর্মী সমাবেশে মুঠো ফোনে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিম বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার জন্য কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার নির্দেশনায় দলের জন্য যার যার অবস্থান থেকে দলে ভূমিকা রাখতে হবে। নেতা কর্মীদের বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে আপ্রাণ চেষ্টার মাধ্যমে ভোটারদের মন জয় করতে হবে।
প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক বলেন, বিএনপি এখন দুইভাগে বিভক্ত। একভাগে রয়েছেন ত্যাগী নেতাকর্মীরা। আরেকভাগে আছে সুবিধাবাদীরা। যারা অতীতে আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করেছেন, তারাই এখন দলে বিশৃঙ্খলা সৃষ্টি করে নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। সর্বস্তরের নেতাকর্মীরাদেরকেও এদের বিষয়ে সজাগ থাকতে হবে।
মনোহরগঞ্জের মৈশাতুয়ায় বিএনপির কর্মী সমাবেশসমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-শ্রম বিষয়ক সম্পাদক ডাকসু নেতা ড. রশিদ আহমেদ হোসাইনী, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইলিয়াছ পাটোয়ারী, মোঃ আবু ইউসুফ ভূইয়া, সাবেক সহ-সভাপতি মোবারক উল্লাহ মজুমদার, কাজী আবুল বাশার কিরন, মোঃ জহিরুল হক ভূইয়া, সাবেক সেক্রেটারি শরীফ হোসেন চেয়ারম্যান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি গোলাম ফারুক, বিএনপি নেতা আব্দুল হাই চেয়ারম্যান, অ্যাডভোকেট দেওয়ান সামসুল হক, মোঃ মোবারক হোসেন, মোঃ জহিরুল ইসলাম, মাসুদুল আলম বাচ্চু, মহিবুল্লাহ শাহিন, জাফর ইকবাল বাচ্চু, মোঃ হারুনুর রশিদ চেয়ারম্যান, আবু বকর চেয়ারম্যান, বিশ্বতম সাহা বিশু, রমেন্দ্র ভট্টাচার্য, আবু মুছা মোল্লা, অ্যাডভোকেট নুরুল আলম, আব্দুল আজিজ, আবুল কালাম আজাদ (দক্ষিণ ঝলম), অ্যাডভোকেট শাহাদাত হোসেন বাপন, রিয়াজ মাহমুদ সুমন, মোঃ আনোয়ার হোসেন, আবুল বাশার, মঞ্জুরুল ইসলাম।
মনোহরগঞ্জের মৈশাতুয়ায় বিএনপির কর্মী সমাবেশজসিম মেহেদী ও হাছান পাটোয়ারীর পরিচালনায় সমাবেশে বিশেষ বক্তা ছিলেন, গুম হওয়া বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর ছেলে মোঃ রাফসান ইসলাম, হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল। এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন