নেকবর হোসেন, কুমিল্লা।। কুমিল্লা বীরচন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তনের সভাপতি ও জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে গত ২০ নভেম্বর অতিরিক্ত সাধারণ সভায় প্রতিষ্ঠানের সকল কমিটি বিলুপ্ত করে এক বছরের জন্য একটি অ্যাডহক কমিটি ও দুটি উপকমিটি গঠন করা হয়েছে।
এডহক কমিটির আহবায়ক হলেন, মোঃ আমিরুল কায়ছার (জেলা প্রশাসক) , সদস্য এপেক্স ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদ ও সদস্য জেলা কালচারাল অফিসার আইয়াজ মাহমুদ।
সভায় সিদ্ধান্ত হয় , এই কমিটি আগামী এক বছর পর টাউনহলের কার্যকরী কমিটির নির্বাচন দেবে । এছাড়া আরো দুটি উপ কমিটি গঠিত হয়। এগুলো হলো, সংস্কার ও সম্পদ ব্যবস্থাপনা উপ কমিটি এবং গঠনতন্ত্র সংশোধন ও সদস্য গ্রহন উপ কমিটি । এই দুটি কমিটিও একই সাথে কাজ করবে তাদের উপর অর্পিত প্রয়োজনীয় কাজ সম্পাদন করবে।
গঠনতন্ত্র সংশোধন ও সদস্য তালিকা হালনাগাদের উপ কমিটির আহবায়ক হলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ। সদস্য হলেন, এড. গোলাম ফারুক,আতাউর রহমান ছুটি,আবুল হাসানাত বাবুল,আমিরুজ্জামান আমির।
সংস্কার ও সম্পদ ব্যবস্থাপনা উপ কমিটির আহবায়ক হলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) পঙ্কজ বড়ুয়া,সদস্য, ড. শাহ মো. সেলিম,ডা. মোসলেহ উদ্দিন আহমেদ,মো. মোশাররফ হোসেন ও মোহাম্মদ আবুল কাশেম(হৃদয়)।
সভায় আরো জানানো হয়, কুমিল্লা বীরচন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তনের সদস্যদের ফি এক বছরের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হলো।
#