গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতানকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।
মঙ্গলবার রাতে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিনগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করে বুড়িচং থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক । তিনি জানান, জুলাই ও আগষ্টে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় একাধিক মামলার আসামী টিপু সুলতানকে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এস.আই সাইফুল ইসলাম সঙ্গী ফোর্স নিয়ে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিনগ্রাম বাজার থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত টিপু সুলতান নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক। সে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রাম খলিফা বাড়ীর সফিউল্লাহ এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে বুধবার কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
#