নেকবর হোসেন,কুমিল্লা।। কুমিল্লা মহানগরীতে দেশীয় অস্ত্রসহ ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে নগরীর ধর্মপুর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানান র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর এলাকার মৃত শিপন মিয়ার ছেলে আশিক (৩২), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চিদরপুর এলাকার মনির হোসেনের ছেলে জামিল হোসেন (১৯), কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার মো. জাকির হোসেনের ছেলে জিসান (১৯) এবং জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ এলাকার বিল্লালের ছেলে আসিফুর রহমান ওরফে আসিফ (২২)।
র্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি এন্টিকাটার, ২টি বাটালি, ১টি টর্চ লাইট ও ৫ গ্রাম মাদক (গাঁজা) উদ্ধার করা হয়। নগরীতে চুরি-ছিনতাই রোধে নিয়মিত টহলের অংশ হিসেবে রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা মহানগরীর ধর্মপুর রেল স্টেশন এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় দেশীয় অস্ত্রসহ চার জনকে গ্রেফতার করা হয়।
র্যাব কুমিল্লার কম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সবাই ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন।
তারা কুমিল্লা রেল স্টেশনের আশপাশে অবস্থান করেন এবং ট্রেন থেকে যাত্রীরা নামার পরে সুযোগ বুঝে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেন। জিনিসপত্র দিতে না চাইলে দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয়-ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন।
#