নেকবর হোসেন, কুমিল্লা।। কুমিল্লা দেবিদ্বার উপজেলা প্রজাপতি বাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশিয় অস্ত্র, ডাকাতির সরঞ্জামাদি ও একটি পিকআপ জব্দ করা হয়।
দেবিদ্বার থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পান যে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নে প্রজাপতি বাজারে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
এ খবর পেয়ে থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুশিলে উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ ৩ ডাকাতকে আটক করে। এসময় ডাকাতির কাজে ব্যবহারের জন্য আনা দাড়ালো অস্ত্র, লোহার পাইপ, রড, একটি পিকআপসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে।
আটককৃত ৩ ডাকাতকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
#